Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কাপাসিয়ায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কাপাসিয়ায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

February 24, 2023 07:09:17 PM   দেশজুড়ে ডেস্ক
কাপাসিয়ায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের কাপাসিয়ায় বাসের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মিয়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রায়েদ ইউনিয়নের হাইলজোর গ্রামের মো. রাসেল (১৯) ও একই গ্ৰামের মো. শাকিল (১৮)। তারা মোটরসাইকেল নিয়ে কাপাসিয়ার দিকে যাচ্ছিল।

জানা যায়, উপজেলার হাইজারগ্রাম থেকে একটি মোটরসাইকেল নিয়ে কাপাসিয়ার উদ্দেশে যাচ্ছিলেন তারা। পথে মিয়ারবাজার এলাকায় বিপরীত থেকে আসা সাথী পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলসহ তারা ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে। অপর মোটরসাইকেল আরোহী শাকিলকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা নেয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।