
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইন বিভাগ আয়োজিত আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে ১৭তম আবর্তনকে ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ১৮তম আবর্তন।
ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন ১৮তম ব্যাচের শিক্ষার্থী সিয়াম এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন একই ব্যাচের আবু নূরে মুস্তাক।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী মোর্শেদ কাজেম এবং বিশেষ অতিথি ছিলেন বিভাগটির প্রভাষক সোহরাব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলী মোর্শেদ কাজেম বলেন, ‘আইন বিভাগের আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ ধরনের আয়োজনে বিভাগের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।’
বিভাগের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সিয়াম আহমেদ বলেন, ‘টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য সিনিয়র-জুনিয়রদের মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ তৈরি করা। আশা করি, আমাদের জুনিয়ররা এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবে।’