Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবিতে ছাত্র সংসদের দাবিতে মানববন্ধন ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবিতে ছাত্র সংসদের দাবিতে মানববন্ধন ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ

February 19, 2025 06:10:21 PM   অনলাইন ডেস্ক
কুবিতে ছাত্র সংসদের দাবিতে মানববন্ধন ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতির বাইরে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (কুকসু) গঠনের দাবিতে মানববন্ধন ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, লেজুড়বৃত্তির বাইরে গিয়ে একটি স্বতন্ত্র ছাত্র সংসদ গঠিত হলে তা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। এতে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি পাবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ সম্ভব হবে।

ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইমুর রহমান বলেন, "গত ৫ আগস্টের পর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর একটাই দাবি—কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) গঠন। এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। কিন্তু এখনো কোনো স্পষ্ট জবাব পাইনি।"

তিনি আরও বলেন, "কুকসু হবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম প্ল্যাটফর্ম। কিন্তু দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন হলে কিছু স্বার্থান্বেষী মহল তা দমন করতে চায়। কুয়েটের শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করছিল, তখন একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। এই অপশক্তিরাই চায় না, দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যকর হোক।"

লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওসমান গনি বলেন, "বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ছাত্র আন্দোলনের বিশাল ভূমিকা ছিল। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি শিক্ষার্থীদের বিভক্ত করছে, সংঘাত বাড়াচ্ছে এবং শিক্ষার পরিবেশ নষ্ট করছে। আমাদের জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল শিক্ষাঙ্গনে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা।"

তিনি আরও বলেন, "৫ আগস্টের পর ছয়-সাত মাস পেরিয়ে গেলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনের প্রচেষ্টা বাধার সম্মুখীন হচ্ছে। ক্যাম্পাসে ছাত্ররাজনীতির ভয়াবহতা আমরা কুয়েটের সাম্প্রতিক ঘটনায় দেখেছি, যেখানে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এটি লেজুড়বৃত্তিক রাজনীতিরই ফল। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার দাবি করি। একই সঙ্গে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ গঠনের আহ্বান জানাই।"

এর আগে গত ১৬ জানুয়ারি শিক্ষার্থীরা কুবিতে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর বরাবর স্মারকলিপি জমা দেন। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।