
কুবি সংবাদদাতা:
শীতের বিদায়ক্ষণে ফাল্গুনের রঙ ছড়িয়ে দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’-এর আয়োজনে উদযাপিত হলো বসন্ত উৎসব ১৪৩১।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় রাকিন খান ও আমেনা ইকরার সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাচ-গানের মাধ্যমে বসন্তকে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. বনানী বিশ্বাস, সহকারী প্রক্টর মাহমুদুল হাসান রাহাত এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা।
বসন্ত উৎসব প্রসঙ্গে ‘প্রতিবর্তন’-এর সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন, "বাংলা বর্ষপঞ্জির শেষ ঋতু বসন্ত প্রকৃতির নবজাগরণ ঘটায়। শীতের শুষ্কতা কাটিয়ে ফাল্গুনের বাতাসে কোকিলের কুহুতান আর পলাশ-শিমুলের লালিমায় সেজে ওঠে প্রকৃতি। বসন্ত বাঙালির সংস্কৃতি, হৃদয় ও জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। এই আনন্দ ভাগ করে নিতে প্রতিবর্তন প্রতিবছরের মতো এবারও আয়োজন করেছে ‘প্রতিবর্তন বসন্ত উৎসব ১৪৩১’। পাশাপাশি ক্যাম্পাসের তরুণ উদ্যোক্তাদের নিয়ে একটি মেলারও আয়োজন করেছি। সকলের সহযোগিতায় সুন্দর একটি আয়োজন সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।"
এছাড়া, দুপুর ১২টায় মুক্তমঞ্চের পাশে শুরু হয় তরুণ উদ্যোক্তাদের মেলা, যেখানে ক্যাম্পাসের বিভিন্ন উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন করেন।