Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / কুবির বিজয়-২৪ হলের অ্যাডভান্সড ইংলিশ ক্লাবের কমিটি ঘোষণা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুবির বিজয়-২৪ হলের অ্যাডভান্সড ইংলিশ ক্লাবের কমিটি ঘোষণা

February 20, 2025 02:21:46 PM   অনলাইন ডেস্ক
কুবির বিজয়-২৪ হলের অ্যাডভান্সড ইংলিশ ক্লাবের কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে সহ-শিক্ষামূলক সংগঠন 'বিজয়-২৪ অ্যাডভান্সড ইংলিশ ক্লাব'-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে মডারেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মীর মো. ইকবাল হোসেন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. শান্ত মিয়া। এছাড়া প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের শামীম রেজা। মোট ২০ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এবং হলের আবাসিক শিক্ষকবৃন্দ।

নতুন মডারেটর মীর মো. ইকবাল হোসেন বলেন, "আমাদের প্রধান উদ্দেশ্য হলো ইংরেজি ভাষা শুদ্ধ ও সাবলীলভাবে শেখা এবং অন্যদের শেখানো। আমাদের কিছু সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে, যেমন ভাষাগত দক্ষতা বিকাশ করা, শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা এবং ইংরেজি শেখার জন্য একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করা। ইংরেজি ভাষার প্রধান চারটি দক্ষতা—রিডিং, রাইটিং, লিসেনিং ও স্পিকিং-এর উন্নয়নে সহায়ক হওয়া। আমি বিশ্বাস করি, একবিংশ শতাব্দীতে নিজেদের এগিয়ে নিতে 'বিজয়-২৪ অ্যাডভান্সড ইংলিশ ক্লাব' হবে হলের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।"

উল্লেখ্য, উক্ত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।