Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কুমিল্লায় পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুমিল্লায় পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

January 21, 2025 07:42:56 PM   জেলা প্রতিনিধি
কুমিল্লায় পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রাহাত চৌধুরী:
কুমিল্লার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে কাভার্ডভ্যানসহ ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুরের কচুয়া থানার কৃষ্ণা সরকার (৩২) ও  কুমিল্লার কোতায়ালী থানার মো. মামুন মিয়া (২৮)।

সোমবার (২০ জানুয়ারি ২০২৫) রাত ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ডুলিপাড়া এলাকার বাখরাবাদ-টু-টমছম ব্রিজগামী রাস্তার উত্তর পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঢাকা মেট্রো-ন-১২-৮৭৩২ রেজিস্ট্রেশন নম্বরের একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।