Date: May 13, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / ক্যানসারে আক্রান্ত চাটমোহরের ছোট্ট শিশু ইয়াফি বাঁচতে চায় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ক্যানসারে আক্রান্ত চাটমোহরের ছোট্ট শিশু ইয়াফি বাঁচতে চায়

May 12, 2025 11:11:31 PM   অনলাইন ডেস্ক
ক্যানসারে আক্রান্ত চাটমোহরের ছোট্ট শিশু ইয়াফি বাঁচতে চায়

‘আল্লাহ আমি জানি, আমার বুদ্ধি বেশি তাই তুমি আমাকে এমন রোগ দিয়েছো। আল্লাহ্, আমার রোগ সারিয়ে দাও। আমি কষ্ট পাচ্ছি। আমি বাঁচতে চাই। আল্লাহ্, আমাকে বাঁচাও’- প্রতিদিন অন্তত দশবার আজান দিতে দিতে এভাবেই নিজের জীবন ভিক্ষা চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানায় ছয় বছর বয়সী ইয়াফি।

পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের দরিদ্র ময়ান আলী ও শিফা খাতুন দম্পতির একমাত্র সন্তান ছয় বছরের ইয়াফি। তার চোখে এখনো অনেক স্বপ্ন রয়েছে— স্কুলে যাবার, খেলাধুলা করার, মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার। কিন্তু ক্যানসার নামক মরণঘাতী রোগে আক্রান্ত হওয়ায় ইয়াফির সেই স্বপ্নগুলো থমকে গেছে।

মাস ছয়েক আগে ইয়াফি ব্রেন টিউমারে আক্রান্ত হয়। অপারেশনের পর ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর আসে। যে বয়সে শিশুটি খেলাধুলা করার কথা, সে এখন মৃত্যুর প্রহর গুণছে।

সর্বশেষ জানানো হয়, ইয়াফির চোখ বাঁকা হয়ে গেছে, সে দাঁড়াতে বা বসতেও পারে না। মায়ের কোলে বসে আজান দিয়ে আল্লাহর কাছে জীবনভিক্ষা চাচ্ছে সে। তার কষ্ট দেখে মায়ের চোখে পানি আসে, আর বাবা ময়ান আলী বাড়ির বাইরে দিন কাটান।

ইয়াফির পিতা জানান, ডিসেম্বরে হঠাৎ করে ইয়াফির চোখ বাঁকা হয়ে যায় এবং সে অনবরত বমি করতে থাকে। চিকিৎসকরা ব্রেন টিউমার ধরা পড়ার পর ঢাকার একটি হাসপাতালে ৬ লাখ টাকা ব্যয়ে অপারেশন করেন। কিন্তু অপারেশনের পর আবারও শিশুটি অসুস্থ হয়ে পড়লে নতুন করে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত অপারেশন এবং কেমোথেরাপি না দিলে ইয়াফির বাঁচার কোনো সম্ভাবনা নেই। তবে এত বিশাল খরচ বহন করার মতো টাকা তাদের নেই, ফলে এখন মৃত্যুর সাথে লড়াই করছে ছোট্ট ইয়াফি।

ইয়াফির মা শিফা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেটা শুধু বাঁচতে চায়। এখন যদি বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যায়, তাহলে আমরা কী নিয়ে বেঁচে থাকব?”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী এই বিষয়টি জানার পর বলেন, “বিষয়টি খুবই কষ্টকর। আমি খোঁজ নিয়ে সমাজসেবা অফিসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।” ইয়াফির পরিবার যে কোনো সাহায্য পেতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে: ০১৭৭৭৪৮৫১৮২।