Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন হামলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন হামলা

May 28, 2023 12:59:06 PM   আন্তর্জাতিক ডেস্ক
কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত হয়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো এই তথ্য জানিয়ে বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী রোববার ভোরে রাশিয়ার অন্তত ৪০টি ড্রোন ভূপাতিত করেছে। খবর আলজাজিরার।  

মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, একটি পেট্রল পাম্পের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ৪১ বছর বয়সি এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৩৫ বছর বয়সি আরেক নারী।

এর আগে শনিবার রাশিয়ার পশ্চিমাঞ্চলে দুটি এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়ার পেসকভ ও টিভার অঞ্চলে এ হামলা চালানো হয়।

এর মধ্যে পেসকভ অঞ্চলে একটি তেল শোধনাগার ভবনে দুটি ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পেসকভ অঞ্চলের গভর্নর মিখাইল ভেদেনিকভ এক টেলিগ্রামবার্তায় বলেছেন, পাইপ লাইনের মাধ্যমে তেল সরবরাহ করা একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে ড্রোন হামলা হয়েছে।

নেভেরস্কি জেলার লিৎভিনোভো এলাকার তেলক্ষেত্রে ওই দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

পৃথক বিবৃতিতে টিভার অঞ্চলের গভর্নর ইগর রুডেনিয়া জানিয়েছেন, এনিাড্রয়ানোপোলস্কি জেলার ইয়েরোখিনো গ্রামের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।

দুই অঞ্চলের গভর্নরই প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানাতে পারেননি। রাশিয়ার দাবি এসব হামলার সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনী জড়িত।

সম্প্রতি রাশিয়ার দুটি বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে সীমান্তে রাশিয়ার দুটি গ্রামে হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী।

রাশিয়া সম্প্রতি কিয়েভের ওপর হামলা জোরদার করেছে। রাজধানীর প্রতিরক্ষাকে তারা ভেঙে ফেলতে চাইছে। কিয়েভের পশ্চিমে ঘাইটোমির শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।