
পাকিস্তানের ফাস্ট বলার নাসিম শাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ পজিটিভ হওয়ায় একদিন আগে তিনি নিউমনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। অসুস্থতার কারণে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলো তার খেলা হচ্ছে না। সপ্তাহখানেক আগে পাকিস্তানের একজন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হন। এরপর নাসিমেরও কোভিড পজিটিভ হওয়ার খবর এলো। নাসিমের শরীরে নিউমোনিয়া ধরা পড়ার পর গত বুধবার রাতে তিনি হাসপাতালে কাটিয়েছেন। পিসিবির নিজস্ব মেডিকেল প্যানেল তাকে পর্যবেক্ষণ করছে বলে জানানো হয়। এরই মধ্যে অবশ্য নাসিম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। পিসিবি জানিয়েছে, ১৯ বর্ষী পেসার আগের চেয়ে সুস্থ বোধ করছেন। দুইদিন বাড়িতে তিনি আইসোলেশনে থাকবেন। এরপর নিউজিল্যান্ডে যাওয়ার জন্য তিনি উপযুক্ত হবেন।
৭ অক্টোবর থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ, স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তান এতে অংশ নেবে।