Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

February 04, 2025 08:22:17 PM   উপজেলা প্রতিনিধি
কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মঙ্গলবার দুপুরে চন্দ্রা স্কয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও সিলগালা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। এ সময় চন্দ্রা স্কয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং লাইসেন্স না পাওয়া পর্যন্ত সম্পূর্ণ বন্ধ (সিলগালা) করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ জানান, "আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে যে কয়টি অবৈধ ক্লিনিক আছে, প্রত্যেকটিতে অভিযান পরিচালনা করা হবে।"

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।