
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কালিয়াকৈর বাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজি সাহেব বাজার এলাকার আন্ডারপাস দিয়ে পার হওয়ার সময় ঢাকা থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান। এ সময় সিএনজিতে থাকা এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইছ উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহত চালকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।