Date: May 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কেশবপুরে মহিলা দলের কর্মী সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কেশবপুরে মহিলা দলের কর্মী সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

May 16, 2025 07:49:59 PM   অনলাইন ডেস্ক
কেশবপুরে মহিলা দলের কর্মী সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ৬নং ওয়ার্ডের ফতেপুর গ্রামে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন মহিলা দল নেত্রী রুনা খাতুন।

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ। বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান। এ সময় ইউনিয়ন বিএনপি ও ৬নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় মহিলা দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, একই দিন বিকেলে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চিংড়া বিশ্বাস পাড়া এবং ৯নং ওয়ার্ডের কোমরপুর গ্রামে ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আতিয়ার গাজির বাড়িতে পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ দুটি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।