Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কিশোরগঞ্জে মিষ্টির বক্স থেকে নবজাতকের মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কিশোরগঞ্জে মিষ্টির বক্স থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

April 27, 2025 08:03:00 PM   উপজেলা প্রতিনিধি
কিশোরগঞ্জে মিষ্টির বক্স থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সদর সংবাদদাতা,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে মিষ্টির বক্স থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের ফার্মের মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, শহরের গাইটাল ফার্মের মোড় এলাকায় মিষ্টির বক্সের ভেতরে কালো কাপড়ে মোড়ানো এক নবজাতক রাস্তার পাশে মৃত অবস্থায় পড়ে ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা পুলিশকে খবর দেয়। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তা জানা যায়নি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টায় ফার্মের মোড় এলাকায় একটি ছেলে নবজাতকের মরদেহ মিষ্টির বক্সের ভেতর পড়ে আছে বলে খবর পাই। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পর কেউ বক্সে ভরে ফেলে চলে গেছে।