
গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
১৫ই মার্চ কৃষক হত্যা দিবস উপলক্ষে গাবতলীতে উপজেলা কৃষকলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা কৃষকলীগের সভাপতি হযরত আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু।
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহানুর আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ.আই ফয়সাল খান জনি, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল মিয়া বিএসসি, পৌর আ’লীগের সভাপতি আজিজার রহমান পাইকার, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ কৃষকদের স্মরণে এক দোয়া মাহফিল করা হয়।