Date: May 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়ায় গড়ে তোলা হয়েছে মসলা গ্রাম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুষ্টিয়ায় গড়ে তোলা হয়েছে মসলা গ্রাম

May 11, 2025 08:56:34 PM   অনলাইন ডেস্ক
কুষ্টিয়ায় গড়ে তোলা হয়েছে মসলা গ্রাম

সরকারি প্রণোদনায় কুষ্টিয়া সদরের বরিয়া-ভাদালিয়াপাড়া গ্রামে গড়ে তোলা হয়েছে মসলা গ্রাম। ইতোমধ্যে গ্রামের প্রতিটি রাস্তার পাশে লাগানো হয়েছে দারুচিনি, তেজপাতাসহ বিভিন্ন মসলার চারা। বাড়ির আঙিনায়, পুকুর পাড়ে এবং পতিত জমিতে জিও ব্যাগে আবাদ করা হচ্ছে আদা ও হলুদ। মাঠে মাঠে চারা ও বীজতলার জন্য তৈরি করা হয়েছে শেড। সব মিলিয়ে চলছে এক বিশাল কর্মযজ্ঞ।

মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সারাদেশে এই একটি গ্রামকে বেছে নেওয়া হয়েছে। পাঁচ বছর মেয়াদী এই প্রকল্পে যুক্ত হয়েছেন ১০০টি কৃষক পরিবার।

কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান জানান, সদরের এ গ্রামটিতে উৎপাদিত হলুদ ও আদা বীজ আকারে ক্রয় করছে কৃষি বিভাগ। এসব উন্নত বীজ অন্য জেলায় কৃষকদের মাঝে সরবরাহ করা হবে। বছরে কয়েক কোটি টাকার মসলা এই গ্রাম থেকে উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া আধুনিক পদ্ধতিতে পরম যত্নে চাষ হচ্ছে ক্যাপসিক্যাম, গোলমরিচ, জিরা, চুইঝালসহ মোট ১৩ পদের মসলা। এ উদ্যোগের ফলে স্থানীয় কৃষকরা মসলা উৎপাদনে স্বনির্ভর হওয়ার পাশাপাশি দেশের মসলা আমদানি নির্ভরতা কমাতে সহায়ক হবে বলে আশা করছে কৃষি বিভাগ।