Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / কামানের গোলা প্রায় শেষ, সবকিছু নির্ভর করছে পশ্চিমাদের ওপর: ইউক্রেন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কামানের গোলা প্রায় শেষ, সবকিছু নির্ভর করছে পশ্চিমাদের ওপর: ইউক্রেন

June 11, 2022 03:46:01 PM   আন্তর্জাতিক ডেস্ক
কামানের গোলা প্রায় শেষ, সবকিছু নির্ভর করছে পশ্চিমাদের ওপর: ইউক্রেন

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার উপ-প্রধান ভাদিম স্কিবিতস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে হেরে যাচ্ছে ইউক্রেন। রুশ বাহিনীকে ঠেকিয়ে রাখতে তাদের পশ্চিমা অস্ত্রের ওপর পুরোপুরি নির্ভর করতে হচ্ছে। ব্রিটিশ গণদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
ভাদিম স্কিবিতস্কি বলেন, এটি এখন একটি কামান যুদ্ধে পরিণত হয়েছে। এখন আমরা যে রণক্ষেত্রে রয়েছি তা ভবিষ্যৎ নির্ধারণ করবে। কামানের নিরিখে আমরা হেরে যাচ্ছি।
তিনি বলেন, এখন সবকিছু নির্ভর করছে পশ্চিমারা আমাদের কী দিচ্ছে। ইউক্রেনের একটি কামানের বিপরীতের রাশিয়ার রয়েছে ১০ থেকে ১৫টি। রাশিয়া যা আছে তার মাত্র ১০ শতাংশ পশ্চিমা অংশীদাররা আমাদের দিয়েছে।
তিনি আরও বলেন, প্রতিদিন ৫ থেকে ৬ হাজার কামানের গোলা ব্যবহার করছে ইউক্রেন। আমরা আমাদের কামানের গোলা প্রায় সব শেষ করে ফেলেছি। এখন আমরা ন্যাটো মানের ১৫৫-ক্যালিবার শেল ব্যবহার করছি।
ইউক্রেনীয় এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ইউরোপ আমাদের নিম্ন-ক্যালিবারের শেল দিচ্ছিল। কিন্তু তাদের সরবরাহও ফুরিয়ে গেছে। দিন দিন সেই পরিমাণ কমছে।
গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, প্রতিদিন ৬০ থেকে ১০০জন ইউক্রেনীয় সেনা নিহত হচ্ছে এবং আরও ৫০০ জনের মতো আহত হচ্ছে।