Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কালিয়াকৈরে জাতির পিতার শাহাদাত বার্ষিকী উদযাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কালিয়াকৈরে জাতির পিতার শাহাদাত বার্ষিকী উদযাপন

August 16, 2022 05:40:46 AM  
কালিয়াকৈরে জাতির পিতার শাহাদাত বার্ষিকী উদযাপন

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে কালিয়াকৈর  উপজেলা হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে, কালিয়াকৈর উপজেলা নির্বাহি অফিসার তাজওয়ার আকরাম সাকাফি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান, কামাল উদ্দিন সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মো. মুরাদ কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান, অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক আকবর আলীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পরে বিকেলে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিয়াকৈর বাস টার্মিনালে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।