Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুড়িগ্রামে নসিমন খাদে পড়ে চালক নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুড়িগ্রামে নসিমন খাদে পড়ে চালক নিহত

December 25, 2024 06:28:19 PM   জেলা প্রতিনিধি
কুড়িগ্রামে নসিমন খাদে পড়ে চালক নিহত

কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় নসিমন উল্টে খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ভুরুঙ্গামারী থেকে বাগভান্ডার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুফান ইসলাম রাসেল (২৫) ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব বাগভান্ডার গ্রামের আজিজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নসিমন চালক তুফান ইসলাম রাসেল তার গাড়ি নিয়ে ভুরুঙ্গামারী থেকে বাগভান্ডার যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।