Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / খিলগাঁওয়ে রয়েল এইড হসপিটাল উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খিলগাঁওয়ে রয়েল এইড হসপিটাল উদ্বোধন

July 16, 2023 01:38:02 AM   স্টাফ রিপোর্টার
খিলগাঁওয়ে রয়েল এইড হসপিটাল উদ্বোধন

এসএম জাহিদুল:
রাজধানীর খিলগাঁও এলাকায় রয়েল এইড হসপিটাল লিঃ এর শুভ উদ্বোধন। শুভ উদ্বোধন উপলক্ষে সারাদিন ব্যাপী নানা কর্মসূচি পালন করে হাসপাতাল কতৃপক্ষ।

শুক্রবার (১৪ জুলাই) খিলগাঁও মডেল হাই স্কুল মিলনায়তনে এক আনন্দ মুখর পরিবেশে এই হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ভাইস চ্যান্সলর আবুল হাসনাত সাদেক বলেন, সততার সাথে সেবা দিতে পারলে ব্যাবসায় সফলতা পাওয়া খুব সহজ। দেশের যারা অসহায় মানুষ রয়েছে, তাদের আস্তার ঠিকানা হিসেবে গড়ে তুলতে হবে এই প্রতিষ্ঠানকে। তারা যেন স্বল্প পুঁজি দিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিতে পারে সে দিকেও খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, এই হাসপাতালে রোগীদের সেবায় উন্নত মানের যন্ত্রাংশ আনা হয়েছে। যা দারা রোগীরা তাদের সঠিক রোগটি নিন্বয় করতে পারবেন। সঠিক চিকিৎসা নিয়ে তারাতারি সুস্থ হতে পারবেন। তবে সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রয়েল এইড হসপিটাল লিঃ এর চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম শিকদার বলেন, আপনারা দোয়া করবেন আমি যেন সততার সাথে এই হাসপাতালটি জন মানুষের হাসপাতাল হিসেবে গড়তে পারি। উন্নত মানের ডাক্তার দিয়ে হাসপাতালের রোগীদের চিকিৎসা দেওয়া হবে। রোগীদের সেবায় দিনের ২৪ ঘন্টা চিকিৎসক, নার্স নিয়োজিত রয়েছেন।

এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আপন ইমার্ট পাবলিক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম, রয়েল এইড হসপিটালের ভাইস চেয়ারম্যান কাজী আব্দুল তারেক, আপন ইমার্ট প্রাইভেট লিমিটেডের ডি.এম.ডি ও আপন গ্রুপের সিও মোঃ আব্দুল মান্নান মিলন সহ প্রতিষ্ঠানের উদ্বন্ধন কর্মকর্তারা।

দিনটিকে কেন্দ্র করে, সকল ধরনের ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেছেন হাসপাতালটির কতৃপক্ষ।  এছাড়াও আরও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও সাধারণ জনগন।