Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / খাল খননে দুর্নীতি, জামালপুর এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

খাল খননে দুর্নীতি, জামালপুর এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

April 29, 2025 08:33:06 PM   অনলাইন ডেস্ক
খাল খননে দুর্নীতি, জামালপুর এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

খাল খনন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে জামালপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের জামালপুর জেলা কার্যালয়ের একটি টিম এলজিইডি অফিসে প্রবেশ করে এবং দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান শেষ করে কার্যালয় ত্যাগ করে।

দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুর ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেওয়া টিম এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদের সঙ্গে জাইকা অর্থায়নে বাস্তবায়নাধীন খাল পুনঃখনন প্রকল্পগুলোর নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তারা প্রকল্প সংশ্লিষ্ট সব নথিপত্র চেয়ে নেন।

উপ-সহকারী পরিচালক জিহাদুর ইসলাম বলেন, জামালপুর সদর উপজেলার শাহাবাজপুর বংশাই খালের ১২.৪০ কিলোমিটার, নান্দিনা ভালুকা শ্রীপুর এলাকার ২৪ কিলোমিটার এবং সরিষাবাড়ী উপজেলার বড়বাড়িয়া এলাকার ৩.৮ কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে। তবে এসব প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আমরা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি এবং যাচাই-বাছাই করেছি। প্রকল্পের সুনির্দিষ্ট বিবরণ চেয়ে নির্বাহী প্রকৌশলীকে বিস্তারিত প্রতিবেদন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তীতে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে।

এ বিষয়ে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ জানান, সদর উপজেলার দুটি ও সরিষাবাড়ী উপজেলার একটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পের যাবতীয় তথ্য এবং মাঠপর্যায়ের বাস্তব অবস্থা পর্যালোচনার জন্য দুদকের একটি দল আজ অফিস পরিদর্শনে এসেছিল।