
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর কাশিমপুরে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২০ জানুয়ারি) কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানার গাজীরচট এলাকার মো. সামির উদ্দিনের ছেলে মো. দুর্জয় মিয়া (২৯) এবং লক্ষীপুর জেলার রায়পুর থানার পূর্ব কেরুয়া নয়ারহাট এলাকার মৃত জহির আলমের ছেলে মো. আল আমিন (৩০)।
কাশিমপুর থানা পুলিশ জানায়, থানাধীন মেশিনপাড়া এলাকার শওকত হোসেনের বাড়ি "হোয়াইট হাউজ"-এর সামনে পাকা রাস্তা থেকে ২টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এই ২ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।