Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে মোটরসাইকেল চুরি, আটক ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে মোটরসাইকেল চুরি, আটক ২

September 26, 2024 01:12:58 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে মোটরসাইকেল চুরি, আটক ২

আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

জানা যায়, গতকাল বুধবার গাজীপুর মহানগরের বাসন থানাধীন ১৬ নং ওয়ার্ডের আউটপাড়া এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এলাকাবাসী রবিনকে আটক করে। পরে রবিনের তথ্য অনুযায়ী তারই সহযোগী মোজাম্মেলকে আটক করে জনতা ও কলেজ শিক্ষার্থীরা। আটকের পর চোর চক্রের দুই সদস্যকে থানা পুলিশে সোপর্দ করে দেয় স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরপাড়া এলাকার রশিদের ছেলে রবিন (২৩) এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এলাকার মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ মোজাম্মেল হক (৩০)। রবিন ও মোজাম্মেল তারা নিকটবর্তী আত্মীয়। মোজাম্মেলের সহযোগিতায় রবিন কিশোরগঞ্জ থেকে এসে গাজীপুরে মোটরসাইকেল চুরি করতো বলে জানায় এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মোটরসাইকেল চোর চক্রের সদস্য রবিন ও মোজাম্মেল তারা সম্পর্কে নিকটবর্তী আত্মীয়। মোজাম্মেল সপরিবার নিয়ে গাজীপুর মহানগরের বাসন থানাধীন এলাকায় বসবাস করে আসছে। রবিন কিশোরগঞ্জ থেকে কিছুদিন পর পর বেড়ানোর নাম করে গাজীপুর এসে মোজাম্মেলের বাসায় অবস্থান করে মোটরসাইকেল চুরি করতো। এলাকাবাসীকে রবিন জানায়, মোজাম্মেলের সহযোগিতায় সে গাজীপুরে এসে মোটরসাইকেল চুরি করতো।

শিক্ষার্থীরা জানায়, স্থানীয় বাসিন্দা জসিম নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করে রবিন। মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনতার সন্দেহ হলে রবিনকে আটক করা হয়। আটকের পর চোর রবিন এলাকাবাসী ও শিক্ষার্থীদের জানায়, সে আউটপাড়া এলাকার কচিকাঁচা স্কুলের সামনে প্রথমে জিকসার নামের একটি মোটরসাইকেল চুরির চেষ্টা ব্যর্থ হয়। পরে সামনে থাকা জসিমের মোটরসাইকেল চুরি করে। জিকসার নামক মোটরসাইকেলের মালিক কলেজ ছাত্র সানি। শিক্ষার্থী সানি জানায়, তার মোটরসাইকেলটি কচিকাঁচা স্কুলের সামনে রেখে প্রাইভেট পড়তে যায়। পরে শুনতে পারে তার মোটরসাইকেল চুরি করতে না পেরে, সামনের অপর আরেকটি বাইক চুরি হয়।

মোটরসাইকেল চুরি যাওয়া বাসন থানা এলাকার স্টিল কিং রোডের দোকানের ম্যানেজারের দায়িত্বে থাকা নাইমুল হক নামের আরেক ভুক্তভোগী জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখে তার নিজ কর্মস্থলের সামনে থেকে মোটরসাইকেল চুরি হয়। পরে এ সংক্রান্তে তিনি বাসন থানায় একটি জিডিও করেছিলেন। তার ডিসকাভার ১২৫ সিসির মোটরসাইকেল চুরির সময়ের সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করা হয়। তিনি জানান, সিসি ফুটেজে দেখা যায় রবিন মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যায়। 'চৌরাস্তা এলাকায় মোটরসাইকেল চোর ধরা পড়েছে' এমন খবর পেয়ে ছুটে আসেন তিনি। পরে তিনি রবিনকে সনাক্ত করেন। জনতার হাতে আটকের পর মোটরসাইকেল চোর রবিন জানায়, সে নাইমুলের ডিসকাভার মোটরসাইকেল চুরির পর গাজীপুর জেলার কাপাসিয়া থানার টৌক এলাকায় বিক্রি করে দেয়।

এলাকাবাসী জানায়, রবিন ও মোজাম্মেল এরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য হতে পারে। থানা পুলিশের সঠিক তদন্তের মাধ্যমে তাদের দ্বারা গাজীপুর থেকে চুরি হওয়া অনেক মোটরসাইকেলের সন্ধান মিলতে পারে।

বাসন থানার এসআই মোঃ কামাল হোসেন জানান, জনতার হাতে আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হচ্ছে।