Date: May 03, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / গাজীপুরে গার্মেন্টসের মেশিনারিজ আটক করে চাঁদাবাজী, বহিষ্কার বিএনপির ৪ নেতা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

গাজীপুরে গার্মেন্টসের মেশিনারিজ আটক করে চাঁদাবাজী, বহিষ্কার বিএনপির ৪ নেতা

September 10, 2024 10:31:24 PM   জেলা প্রতিনিধি

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে গার্মেন্টসের গাড়ি ও যন্ত্রপাতি আটক করে দেড় লাখ টাকা আদায় এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপি ও যুবদলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত বিএনপি ও যুবদল নেতারা হলেন, গাজীপুর সদর উপজেলা পিরুজালী ইউনিয়নের বিএনপি'র সভাপতি নাজিম ব্যাপারি, সাধারন সম্পাদক ডি.এম আজারুল ইসলাম, গাজীপুর সদর উপজেলার যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম সরকার ও পিরুজালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল ফকির। গাজীপুর জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত পত্রে বলেন, বহিস্কৃতরা দুলীয়  শৃঙ্খলা বিরোধী কাজ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বহিষ্কারাদেশ পত্রে অনুমোদন দিয়েছেন। অপরদিকে গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা স্বাক্ষরিত এক পত্রে উল্লেখিত যুবদলের দুই নেতাকে বহিষ্কারের কথা বলা হয়েছে।

উল্লেখ্য গাজীপুর জেলার পিরুজালী ইউনিয়নে অবস্থিত 'ইউনিসেন্স এপারেল লিমিটেড' নামক গার্মেন্টসের এইচআর এডমিন অফিসার হাসিবুর রহমান  বিএনপির ও যুবদলের ৪ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন।

ওই অভিযোগে উল্লেখ করা হয়, ইউসেন্স এপারেল লিমিটেড এর একটি জেনারেটর ও মিশিনারি যন্ত্রপাতি স্থানান্তরকালে, উক্ত মালামাল বহনকৃত গাড়ীটি উল্লেখিত বিএনপি'র ও যুবদলের ৪ নেতা জিম্মি করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে। পরে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক দেড় লাখ টাকা আদায় করে মালামাল ও গাড়ি ছেড়ে দেয়।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপি ও যুবদলের একাধিক নেতা জানান, গার্মেন্টসের গাড়ি আটক করে চাঁদা আদায়ের ঘটনাটি সত্য প্রমাণিত হওয়ায় উল্লেখিত ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।