
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের গাছা থানাধীন এলাকায় টাইলসের আড়ালে গাঁজা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। এ সময় তাদের কাছ থেকে ৫১ কেজি গাঁজা, একটি ট্রাক এবং ৬,১৭৪.৬২ বর্গফুট টাইলস উদ্ধার করা হয়।
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, হবিগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রাকে মাদকদ্রব্য পাচার হচ্ছে। রবিবার (২৬ জানুয়ারি) ভোর ৫:৪০ মিনিটে চেকপোস্ট পরিচালনা করতে গিয়ে র্যাব দলটি গাছা থানাধীন বড়বাড়ী হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনের সামনে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশির সময় ট্রাকের ভেতর থেকে ৫১ কেজি গাঁজা এবং ৬,১৭৪.৬২ বর্গফুট টাইলস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ রকি ইসলাম (৩৯) ও মনির হোসেন (২৩) রয়েছেন।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১৯(গ)/৩৮/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে। তাদেরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।