Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে বিএনপি'র "রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা" বিষয়ক কর্মশালা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে বিএনপি'র "রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা" বিষয়ক কর্মশালা

December 18, 2024 04:20:45 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে বিএনপি'র "রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা" বিষয়ক কর্মশালা

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে "রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা" ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৭ ডিসেম্বর) সকাল ১০টায় গাজীপুর শহরে বঙ্গতাজ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর বিএনপি'র সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপি'র সহ ত্রাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এম.পি হালিমা নেওয়াজ আরলি, বিএনপি'র সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এম.পি শাম্মি আক্তার, বিএনপি'র সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আনিছুর রহমান তালুকদার খোকন। এছাড়াও গাজীপুর মহানগর বিএনপি'র নেতৃবৃন্দরা প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি'র নেতাকর্মীরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।