
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুর থানাধীন ভবানীপুর এলাকায় বেক্সিমকো গ্রুপের বিগ বস কারখানায় আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় আগুন নিয়ন্ত্রণ করতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেন শ্রমিকরা।
বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চলাকালে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত বেক্সিমকো গ্রুপের একটি কারখানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িও ভাংচুর করা হয়। ১১ সেপ্টেম্বর(বুধবার) দুপুরে বেক্সিমকো গ্রুপের বিগবস কারখানায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছু ধরেই বকেয়া বেতনসহ বিভিন্ন দাবি ধাওয়া পূরণের লক্ষ্যে শ্রমিকরা আন্দোলন চালিয়ে আসছে। বুধবার সকাল থেকে ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখে। পরে দুপুরে বিগবস নামক কারখানায় একদল বিক্ষুব্ধ শ্রমিকরা আগুন ধরিয়ে দেয়।
অপরদিকে, গাজীপুর মহানগরীর তিন সড়ক এলাকায় কর্মীদের সর্বনিম্ন ১৮ হাজার টাকা বেতন, ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ীকরণসহ ১০ দফা দাবিতে আন্দোলন করছেন আড়ং ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের কর্মীরা। এছাড়া বাংলাবাজার এলাকায় একটি বেভারেজ কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বিগ বস নামে একটি কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আমাদের একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসেন। ফের কাশিমপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।