
আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের টাকা আত্মসাতের দায়ে চারজনকে গ্রেফতার এবং আত্মসাতকৃত টাকা উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ। গ্রেফতারকৃত আবুল বাশার ও আতিক হাসান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত ছিলেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: রংপুর জেলার পীরগঞ্জ থানার মরারপাড়া এলাকার মৃত বাহারের ছেলে আবুল হোসেন (২৯), জামালপুর জেলার সদর থানাধীন টিকারকান্দি এলাকার খোকা মিয়ার ছেলে মো. আতিক হাসান (২৯), রংপুর জেলার পীরগঞ্জ থানার বউলবাড়ী এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৪০), এবং একই থানার মির্জাপুর এলাকার শাহাজাহানের ছেলে মো. ইব্রাহিম মিয়া (২২)।
তাদেরকে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। আত্মসাতের টাকা উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরীর বাসন থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অর্থ আত্মসাতের ঘটনায় গত ১১ সেপ্টেম্বর বাসন থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন ওই প্রতিষ্ঠানের কর্মরত সাব্বির আহমেদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর গ্রেফতারকৃত আসামি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যাকাউন্টস অফিসার আবুল বাশার কর্মস্থলে না আসা এবং মুঠোফোন বন্ধ থাকায় অফিস কর্তৃপক্ষের মনে সন্দেহ তৈরি হয়। পরে অফিস কর্তৃপক্ষ খোঁজ নিয়ে জানতে পারে, একই প্রতিষ্ঠানের ক্যাশ সুপারভাইজার আতিক হাসানের সাহায্যে আবুল বাশার বেক্সিমকো লিমিটেডের ভল্টে থাকা বাষট্টি লাখ তিয়াত্তর হাজার সাতশ পঁচিশ টাকা আত্মসাত করেছে।
এই ঘটনায় অফিসে কর্মরত সাব্বির আহমেদ বাদী হয়ে গত ১১ সেপ্টেম্বর বাসন থানায় একটি মামলা দায়ের করলে, থানা পুলিশ তদন্তপূর্বক ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে টাকা আত্মসাতের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আত্মসাতকৃত অর্থ উদ্ধার করে পুলিশ।
বাসন থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃত আসামিরা পারস্পরিক যোগসাজশে উক্ত টাকা আত্মসাৎ করেছে মর্মে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।