
আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরে মোবাইল চোর ও ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ। মঙ্গলবার(২১ মে) রাতে বাসন থানাধীন মোগড়খাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর জেলার মতলব থানার বারুলকান্দি গ্রামের রাজ্জাকের ছেলে মোঃ রাব্বী(২৪) ও যশোরের ঝিগলগাছা থানার কাটাখাল গ্রামের মোঃ ইমরানের ছেলে মোঃ জিহাদ(১৮)। তারা গাজীপুর মহানগরীর মোগড়খাল এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মোগড়খাল এলাকার মজিদের ছেলে রাহাতের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন যাবত বাসন থানাধীন মোগড়খাল এলাকায় মোবাই চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ অন্যন্যা অপরাধ কার্যক্রম সংঘটিত করে আসছে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার(২১) সন্ধ্যায় চক্রের সদস্য রাব্বি ও জিহাদ এলাকার হাজী মোতালেবের ৬ তলা বিশিষ্ট ভবনের ৫ তলার একটি ফ্লাটের দরজার লক ভেঙে রুমের ভিতর প্রবেশ করে এবং রুমে থাকা ২ টি মোবাইল ফোন, স্বর্ণ অলংকার, নগদ টাকাসহ আরো অন্যন্যা মালামাল চুরি করে পালিয়ে যায়। পরে ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে চোরদের চিহ্নিত করা হয়। পরে স্থানীয়রা চোরদের আটক করে নিকটস্থ বাসন থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে য়ায়।
বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানায়, এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থলে এসে চোরদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত রাব্বীর নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে।