Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

May 06, 2025 09:45:37 PM   অনলাইন ডেস্ক
সালথায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরের সালথায় হাফিজুল মোল্লা (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে একটি বাগানের আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক ওই গ্রামের ওমর আলী মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর হাফিজুল বাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে রাতভর চিন্তিত হয়ে পড়েন। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় এক কৃষক মুরাটিয়া বিল্লাল মাতুব্বরের পরিত্যক্ত বাগানের আম গাছের ডালে হাফিজুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, হাফিজুল মাদকাসক্ত ছিলেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাফিজুলের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।