
বরিশাল বানারীপাড়া উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে মিজানুর রহমান বাবুলের বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ মে) রাতে বরিশালের গড়িয়ারপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সহায়তায় বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফার দূরদর্শিতায় এবং থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনার শিয়ালিয়া এলাকার সেলিম (৫২), বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের বাদশা (৫০), এবং সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামের ডালিম (৪৮)।
মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায় জানান, গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এই দলটি দক্ষিণ বাইশারী গ্রামের মিজানুর রহমান বাবুলের বাড়িতে ডাকাতি করেছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৮/১০টি ডাকাতি মামলা রয়েছে। ফের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এই চক্রটি, এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৬ মে) সকালে তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, তাদের রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে, সম্প্রতি বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী ও গরদ্বার গ্রামে তিনটি এবং সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামে দুটি বাসায় ডাকাতি সংঘটিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এই তিন ডাকাত গ্রেপ্তার হওয়ার পর জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে।
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল দিবাগত রাতে একদল ডাকাত দক্ষিণ বাইশারী গ্রামের দফাদার বাড়িতে হানা দেয় এবং মিজানুর রহমান বাবুলের বসতবাড়িতে ডাকাতি করে। ডাকাতরা প্রায় দুই লক্ষাধিক টাকা, ২০/২১ ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল ফোনসহ মূল্যবান মালপত্র লুট করে নিয়ে যায়। ২২ এপ্রিল মিজানুর রহমান বাবুল বাদী হয়ে বানারীপাড়া থানায় ডাকাতি মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শহিদুল ইসলাম মানিক (৫০) নামের এক আসামীকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আদালতে পাঠায়।