
ছিনতাইকারীদের হাতে নিহত নবম শ্রেণির শিক্ষার্থী হামিম রহমান জীবনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
মঙ্গলবার (৬ মে) সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এর আগে শহরের নিউটন প্রিপারেটরি স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
মানববন্ধন ও অবরোধের কারণে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে গাইবান্ধার পুলিশ সুপার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।
মানববন্ধনে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন অ্যাড. আনিস মোস্তফা তোতন, মানিক মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস, নিউটন প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক সুকমল চন্দ্র সরকার, শিক্ষার্থী মুহিদ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে গাইবান্ধায় খুন, ছিনতাই ও চুরির মতো অপরাধ বেড়ে গেছে। তারা দাবি করেন, জীবন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জানান, সময়মতো আসামিদের গ্রেফতার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন।