
গাজার উত্তরের বেত লাহিয়া শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত সরকার। শনিবার গভীর রাত পর্যন্ত এ বোমা হামলা চালানো হয়, যেখানে বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকে ধ্বংসাবশেষের নিচে আটকে আছেন।
ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা হতাহতের সংখ্যা খতিয়ে দেখছে। তবে হামাস সরকারের দেওয়া পরিসংখ্যানকে ‘অতিরঞ্জিত’ বলে উল্লেখ করেছে ইসরায়েল। তাদের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের কাছে থাকা তথ্যের সঙ্গে এই সংখ্যা মেলে না। এর আগে ইন্দোনেশীয় একটি হাসপাতালে ইসরায়েলি সেনাদের প্রচণ্ড গোলাগুলির পরপরই এই হামলার ঘটনা ঘটে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বেত লাহিয়াতে যোগাযোগ ব্যবস্থা ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। হামাস নিয়ন্ত্রিত সরকারি গণমাধ্যমের মতে, জনবসতিপূর্ণ এলাকায় বোমা হামলা চালানো হচ্ছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থাও ৭৩ জন নিহতের খবর নিশ্চিত করেছে, তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলায় একটি আবাসিক এলাকা পুরোপুরি ধ্বংস হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং বেসামরিক লোকদের ক্ষতি এড়াতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।
একই রাতে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে অন্তত ১২টি বিমান হামলা চালিয়েছে। ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি, তবে একটি বহুতল ভবন সম্পূর্ণ ধসে গেছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরে রকেট হামলা চালিয়ে যাচ্ছে।
শনিবার লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের শুরু গত বছর, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওই সময় থেকে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামাসের সমর্থনে আক্রমণ চালাচ্ছে। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়ে আসছে এবং সেপ্টেম্বর থেকে লেবাননে আক্রমণ জোরদার করেছে।
এএফপির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর থেকে লেবাননে ইসরায়েলের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১ হাজার ৪১৮ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরের বেশি সময়ে ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছেন অন্তত ৪২ হাজার ৫১৯ জন এবং আহত হয়েছেন প্রায় ৯৯ হাজার ৬৩৭ জন।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত এক বছরে গাজায় ১৪ হাজার ১০০ শিশুর মৃত্যু হয়েছে। সংস্থার মুখপাত্র জেমস এলডার বলেন, অবরুদ্ধ গাজার ১০ লাখ শিশুর জন্য উপত্যকাটি এখন ‘পৃথিবীর বুকে নরকে’ পরিণত হয়েছে।