Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / গাজায় একদিনে নিহত আরও ৫৮ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজায় একদিনে নিহত আরও ৫৮

December 24, 2024 12:06:43 PM   অনলাইন ডেস্ক
গাজায় একদিনে নিহত আরও ৫৮

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৫৮ জন। গত রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত আহত হয়েছেন আরও ৮৪ ফিলিস্তিনি। খবর আনাদোলু এজেন্সির।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনীর গত ১৪ মাসব্যাপী অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ হাজার ৩১৭ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৭১৩ জন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ভবনের ধ্বংস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।