
গাজীপুর প্রতিনিধি:
গাঁজা সেবনরত অবস্থায় সরাফত আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগরীর সদর থানা পুলিশ। গত বুধবার (৮ জানুয়ারি) তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সরাফত আলী বিএনপির একজন কর্মী। তিনি গাজীপুর মহানগরের সদর থানাধীন রথখোলা এলাকার মৃত আব্দুল হাই মেম্বারের ছেলে।
সরাফত আলী গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এইচ এম আলমগীর ও গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদের বড় ভাই।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, সরাফত আলীকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারের পর তিনি নিজেকে বিএনপির কর্মী বলে দাবি করেন। জানা গেছে, বিগত সরকারের আমলে বিএনপির বিভিন্ন মিটিং-মিছিলে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
ওসি আরও বলেন, "সরাফত আলী তার দুই ভাইয়ের (যুবলীগ নেতা আলমগীর ও ছাত্রলীগ নেতা মাসুদ রানা) প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।"
পুলিশ জানিয়েছে, সরাফত আলীর কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিল। গাঁজা সেবনের অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে অন্যান্য অপকর্মের অভিযোগ রয়েছে, যা তদন্তের আওতায় আনা হচ্ছে।