Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / গাবতলীতে পৌর মেয়রের অর্থায়নে মসজিদে এসি প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাবতলীতে পৌর মেয়রের অর্থায়নে মসজিদে এসি প্রদান

June 02, 2023 07:48:15 PM   উপজেলা প্রতিনিধি
গাবতলীতে পৌর মেয়রের অর্থায়নে মসজিদে এসি প্রদান

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষ্যে গতকাল শুক্রবার বাদজুম্মায় বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য  পৌর মেয়র সাইফুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে জয়ভোগা পশ্চিমপাড়া জামে মসজিদে আনুষ্ঠানিকভাবে এসি বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল এবং মেয়র সাইফুল ইসলাম।

পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপুর সভাপতিত্বে এ সময়  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন মোল্লা, বর্তমান সদস্য জাহিদ পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবেদ আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সহ-সভাপতি আবু হাসনাত শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ আরো অনেকে।

এরপর সাবেক এমপি লালু কারাবন্দী আক্তারুজ্জামান লিটনের চাকলা গ্রামের বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন।