
বিপ্লব রহমান:
বগুড়ার গাবতলী থানার তিনমাথার মোড়ে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণের দাবীতে গতকাল রোববার দুপুরে পৌর সদরে ব্যবসায়িক ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়িক ঐক্য পরিষদের সভাপতি ফজলুল বারী খোকন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জাকির, ব্যবসায়িক উপদেষ্টা রণজিৎ চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম ভেটু, বাদশা, আঃ খালেক মুননু, শহীদুল, সাংগঠনিক সম্পাদক আরিফ খান দীপু, ব্যবসায়িক নেতা জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর, পাখি রাজ্জাক, ডলার, সাইদুল, দুলাল, শান্তঘোষ, হাফিজার, নিজাম, মিলন, পায়েল, জুয়েল, অনুপম চৌধুরী, আজিজার মেম্বার, ছানা, খোকন পাইকার, আলিফ, মিনা, মোমিন, হোসেন প্রমুখ।