Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / গাবতলীতে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাবতলীতে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১

October 07, 2023 08:28:03 PM   উপজেলা প্রতিনিধি
গাবতলীতে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে বেপরোয়া মোটর সাইকেল চালিয়ে ইটের দেওয়ালের সাথে ধাক্কা লেগে রাসেল ইসলাম(১৫) নামের স্কুল পড়ুয়া ছাত্র নিহত হয়েছে। তার সাথে থাকা আরোও ২ জন গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে সোনারায় ইউনিয়নের খুপি হাড়িভিটা গ্রামে। জানা গেছে  গাবতলী উপজেলাধীন দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম দক্ষিণপাড়া ইউনুস আলীর ছেলে রাসেল সোনারায় ইউনিয়নের খুপি গ্রাম হতে দাওয়াত খেয়ে বিকাল অনুমানিক সাড়ে ৪টার দিকে তার নিজ বাড়ির আসার পথে জাহাঙ্গীরের বাড়ির সামনে পৌঁছালে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে মাথায় ও মুখে গুরুত্বর আঘাত পায়। স্থানীয় লোকজন গুরুত্বর অবস্থায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। রাসেল কাগইল করুনা কান্ত স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র ছিল। এছাড়াও তার সাথে থাকা ২ জন মেহেদি হাসান (১৫) ও আশিক হাসান (১৬) গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়েছে। তারা আশঙ্কাজনক অবস্থায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ঘটনাটি নিশ্চিত করছেন গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার।