
বিপ্লব রহমান:
বগুড়ার গাবতলীর নেপালতলী ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ইউনিয়ন পরিষদ হলরুমে বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার নেপালতলী ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল-ইমরান।
এসময় আরও বক্তব্য রাখেন ইউপি সচিব আবু জাকারিয়া, বিশিষ্ট সমাজসেবক তোজাম্মেল হক, আমজাদ হোসেন দুদু, আমিরুল ইসলাম মিন্টু, প্যানেল চেয়ারম্যান সঞ্জয় মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মহিদুল ইসলাম টুনু, শবকত হোসেন লিটন, আনিছার রহমান, আরিফুর রহমান, আব্দুল ওয়াহেদ, মুন্নু মিয়া, বাদশা মিয়া, শফিকুল ইসলাম, আব্দুর রহমান, সদস্যা সেলিনা সুলতানা কাজল, শাহিদা আক্তার লাকী, সাবানা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ইউপি সচিব ১ কোটি ৮০ লক্ষ ৯২ হাজার ৯শত টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে অত্র ইউনিয়নের রাস্তা-ঘাট, কালভার্ট-ব্রিজ, স্বাস্থ্য শিক্ষাসহ সকল পর্যায়ের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করা হবে।