
গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
গাবতলীর নাড়ুয়ামালা ব্লকে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ব্লকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এনএটিপি প্রকল্পের আওতায় ব্লকক্লাস্টার সরিষা প্রদর্শনীর, ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশনে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মাসুম কবীর।
এ সময় উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার মামুনুর রশিদ, উপসহকারী কৃষিঅফিসার (নারুয়ামালা ব্লক) শাহরিয়ার হাসান, নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মতিউর রহমান মতি, কৃষকদের মধ্যে ছিলেন আতাউর রহমান,জাহাঙ্গীর আলম, ঝন্টু, তারাজুল ইসলাম, মিঠু, মন্টু, ধলু, খোরশেদ আলম রাজ্জাক, হাফিজার রহমান, রশিদ, সুজন, আলমসহ মোট ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন।