
পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রকৌশলী মাহবুব উল আলম বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে এলজিইডি পাটগ্রাম সকল কর্মকর্তা-কর্মচারীগণ নিরন্তর কাজ করে চলেছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, ক্রমবর্ধিষ্ণু নগরে টেকসই অবকাঠামো উন্নয়ন, পূর্ত কাজের গুনগত মানোন্নয়ন, সকল কাজে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সকল চ্যালেঞ্জের মোকাবিলা করে পাটগ্রাম পল্লী ও শহর এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে, দারিদ্রবিমোচনে, কর্মসংস্থান সৃষ্টিতে এক কথায় টেকসই উন্নয়নের ক্ষেত্রে রোল মডেলের দৃষ্টান্ত স্থাপন করেছে এলজিইডি পাটগ্রাম।
পাটগ্রাম উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের বিষয়ে সংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এলজিইডির মাধ্যমে পাটগ্রাম উপজেলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছি। বর্তমান সরকারের ‘আমার গ্রাম, আমার শহর’ ভিশনকে সামনে রেখে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন পরামর্শক্রমে এবং লালমনিরহাট এলজিইডি -এর নির্বাহী প্রকৌশলী মন্জুর কাদের ইসলাম এর নির্দেশনায় পাটগ্রামে সকল নির্মাণ কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমান পাটগ্রাম উপজেলা প্রকৌশলীর দায়িত্বে আছেন পেশাগত অভিজ্ঞতা সম্পন্ন প্রকৌশলী মাহবুব উল আলম। বর্তমান সরকারের ভিশন ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জনের লক্ষে এলজিইডির মাধ্যমে আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে আধুনিক শহর ও গ্রাম উন্নয়নের মাধ্যমে নাগরিক সুবিধা প্রদানে সরকারের ঘোষিত সকল কর্মসূচির সফল বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন এলজিইডি পাটগ্রাম কর্মকর্তা ও কর্মচারীগণ। পাশাপাশি দারিদ্র্য বিমোচনের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নেও বিভিন্ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করছে এলজিইডি পাটগ্রাম।