Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / গলাচিপা উপজেলা শাখা শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটির র‍্যালি ও পরিচিতি সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

গলাচিপা উপজেলা শাখা শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটির র‍্যালি ও পরিচিতি সভা

April 26, 2025 08:29:20 PM   অনলাইন ডেস্ক
গলাচিপা উপজেলা শাখা শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটির র‍্যালি ও পরিচিতি সভা

শ্রমিক অধিকার পরিষদ, গলাচিপা উপজেলা শাখার নবগঠিত কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সদরে আয়োজিত এই কর্মসূচিতে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পরিচিতি সভার আয়োজন করা হয়।

সভায় নবগঠিত কমিটির সভাপতি হিসেবে আমির হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নাজমুল হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ফারুক হাওলাদার ও সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার। তাঁরা নবনির্বাচিত উপজেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেতৃত্বের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই শ্রমজীবী মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেন তাঁরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর ইসলাম এবং সদস্য-সচিব জাকির হোসেন মুন্সি। তাঁরা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সদা সচেষ্ট থাকতে হবে এবং সামাজিক ন্যায়বিচারের পক্ষে সংগঠনের ভূমিকা আরও জোরদার করতে হবে।

অনুষ্ঠানে যুব অধিকার পরিষদের আহ্বায়ক আবুল হোসেন এবং সদস্য-সচিব রাসেল হোসেনও উপস্থিত ছিলেন।
সভায় আরও শ্রমিক প্রতিনিধি ও সংগঠনের কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ ও উচ্ছ্বাস।