
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত "সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইমাম সাহেবগণের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা ও রমাদান আগমন উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মার্চ) সকাল ১০টার সময় ঘিওর উপজেলা মডেল মসজিদ হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন ঘিওর উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ মুখলেছুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর থানা ওসি তদন্ত মোহাম্মদ কহিনুর মিয়া।
ইসলামিক ফাউন্ডেশন ঘিওর মডেল মসজিদের কেয়ার টেকার মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন ঘিওর মডেল মসজিদের সাধারণ কেয়ার টেকার মোঃ আবু দাউদ, সাংবাদিক আল মামুন প্রমুখ।
এ সময় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন নিয়ে আলোচনা করেন।