Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / ঘরের মাঠেও জিততে পারেনি মেসিহীন পিএসজি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘরের মাঠেও জিততে পারেনি মেসিহীন পিএসজি

October 12, 2022 09:19:47 PM   ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠেও জিততে পারেনি মেসিহীন পিএসজি

ইনজুরির কারণে পিএসজি স্কোয়াডের বাইরে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁকে ছাড়া লিগ ওয়ানে রাঁসের মাঠে গিয়ে হোঁচট খায় পিএসজি। এবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ঘরের মাঠেও জিততে পারেনি ফরাসি জায়ান্টরা। প্যারিসে এসে পিএসজিকে রুখে দিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। গত মঙ্গলবার দিবাগত রাতে পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বেনফিকা ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের ৪০তম মিনিটে পিএসজির হয়ে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে। ম্যাচের ৬২তম মিনিটে বেনফিকাও পেনাল্টি থেকে গোল পায়, গোলদাতা জোয়াও মারিও। ম্যাচের বাকি সময়ে গোলের দেখা পায়নি কেউই। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। পিএসজি-বেনফিকার প্রথম লেগও ১-১ গোলের সমতায় শেষ হয়েছিলো।
ড্রয়ের পরও চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষেই আছে পিএসজি। ৪ ম্যাচে ২ জয় ও ২ ড্রয়ে প্যারিসের ক্লাবটির পয়েন্ট ৮। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বেনফিকা। পিএসজি মূলত এগিয়ে আছে গোল ব্যবধানে।  গ্রুপের অপর ম্যাচে ইসরায়েলি ক্লাব ম্যাকাইবা হাইফার কাছে ০-২ গোলে হেরেছে ক্লাব জুভেন্টাস। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে জুভরা।