
মানিকগঞ্জ সংবাদদাতা:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে ঘিওর উপজেলার বালিয়াখোরা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বালিয়াখোড়া ভোর বাজার দুর্গা মন্দির প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক বাসুদেব কুমার সাহা।
বালিয়াখোড়া ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের আহবান শ্রী সুনিল কুমার চাকীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন - বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. অসীম কুমার বিশ্বাস, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, মানিকগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অনিবার্ন কুমার পাল, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক এ্যাড. শচীন্দ্র নাথ মিত্র, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ শামীম, সদস্য সচিব শ্রী সুব্রত কুমার শীল ( গোবিন্দ ) প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বালিয়াখোড়া ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সদস্য সচিব তুষ্ট মোহন রায়। শ্রী তুষ্ট মোহন রায়কে সভাপতি ও তাপস কুমার বসুকে সাধারণ সম্পাদক ও গৌরাঙ্গ কুমার সরকারকে যুগ্ম সম্পাদক করে দুই বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়।