Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘিওরে মিনি ট্রাক চাপায় নিহত ১, আহত ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘিওরে মিনি ট্রাক চাপায় নিহত ১, আহত ১

August 13, 2022 04:44:04 AM  
ঘিওরে মিনি ট্রাক চাপায় নিহত ১, আহত ১

মানিকগঞ্জ সংবাদদাতা
মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীধর নগর মাদ্রাসার মোড়ে শুক্রবার দৌলতপুর থেকে আসা মিনি ট্রাক দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘিওর পঞ্চরাস্তা মোড়ের মৃত ফুলচানের ছেলে মোঃ ইকবাল হোসেন ( ৫০ )  ও শ্রীধর নগর গ্রামের রিজু মিয়ার ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৫) নামে দুই  পথচারী মারাত্মকভাবে আহত হয়।

স্থানীরা তাদেরকে ঘিওর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার বিপুল বালৌ ইকবালকে মৃত ঘোষণা করে। এবং জসিম উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ পাঠায়।

কর্তব্যরত আবাসিক মেডিক্যাল অফিসার বিপুল বালৌ বলেন  স্থানীরা তাদেরকে ঘিওর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন। এসময় ইকবাল মৃত্যু বরন করেন। জসিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ পাঠানো হয়।

ঘিওর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এবিষয়ে থানায় একটি সড়ক দুঘটনার মামলার প্রস্তুতি চলছে। গাড়িটি আটক করা হয়েছে।

এসময় শিবালয় সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী ঘটনাস্থল পরিদর্শন করেন।