Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঘিওরে ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘিওরে ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালিত

August 22, 2022 05:25:12 AM  
ঘিওরে ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালিত

ঘিওর সংবাদদাতা:
মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার  দিবস পালিত হয়েছে। রবিবার (২১  আগষ্ট) বেলা ১১টার দিকে দিবসটি উপলক্ষে যথাযথ মর্যাদায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় নেতারা ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারা আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

ঘিওর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. একরামুল ইসলাম খবির এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন  সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মিয়া মিন্টু, যুগ্ম সম্পাদক আতোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহমেদ শামীম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বাবুল বেপারী, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।