
ভারত ভ্রমণে গিয়ে ভারতের বিরুদ্ধে ফেসবুকে একাধিক পোস্ট করেছিলেন আলমগীর ইসলাম নামে ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি। এই অভিযোগে পরে তার ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ। রবিবার দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ শেষে ভারতের চ্যাংড়াবান্দা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাকে। লালমনিরহাটের পাটগ্রামের পৌর শহরের জুম্মাপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে তিনি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারতবিরোধী মন্তব্য করায় ভিসা বাতিল করে এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে গিয়ে আলমগির তাজমহলের সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ভারতিবরোধী মন্তব্য করেন। যার কারণে তার ভিসা বাতিল করা হয়।
জানা গেছে, সোমবার সকালে কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে আলমগিরকে দেশে ফেরত পাঠিয়ে দেয় ভারত সরকার। গত ৩ সেপ্টেম্বর আলমগির (৩৫) চিকিৎসা ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এর পর আগ্রায় পৌঁছন তিনি। সেখানে তাজমহলের সামনে দাঁড়িয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বলেন, ‘১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করছেন, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই।’
বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে, ৩ সেপ্টেম্বর আলমগীর ইসলাম ভারতে বেড়াতে যান। মূলত চিকিৎসা ভিসা ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। কিন্তু ভারতে অবস্থান করেই দেশটির বিরুদ্ধে লাইভসহ একাধিক পোস্ট করেন আলমগীর। বিষয়টি ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নজরে এলে তাকে আটক করা হয়।
এদিকে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিকে কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) বন্ধ রাখেছে দেশটি।