Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / চিলাহাটিতে বিয়ের ১০ দিনের মাথায় কিশোরী ৪ মাসের অন্তঃসত্তা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চিলাহাটিতে বিয়ের ১০ দিনের মাথায় কিশোরী ৪ মাসের অন্তঃসত্তা!

March 13, 2025 10:30:01 PM   উপজেলা প্রতিনিধি
চিলাহাটিতে বিয়ের ১০ দিনের মাথায় কিশোরী ৪ মাসের অন্তঃসত্তা!

চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলার  চিলাহাটিতে বিয়ের ১০ দিনের মাথায় কিশোরী ৪ মাসের অন্তঃসত্তা হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিওপি বাজার বাকালি হাউজ সংলগ্ন এলাকায় ১৪ বছরের এক কিশোরীর সাথে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, ওই কিশোরীকে একই এলাকার মৃত বাচ্চা মিয়ার ছেলে মজিবুল ইসলাম (৪৪) বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন থেকে ধর্ষণ করে আসছে। ব্যাপারটি মেয়ের মা লিলি বেগম জানতে পারলে ধর্ষক মজিবুল ইসলাম তার মেয়েকে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিল। এক পর্যায়ে কিশোরী চার মাসের অন্তঃসত্তা হয়ে পড়লে তার পিতা আসাদুল ইসলাম ও মা লিলি বেগম মেয়েকে তড়িঘড়ি করে গত ২ মার্চ ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের আদর্শ বাজার শয়তানের বাজার এলাকার নুর আমিনের নাবালক ছেলে লিমন ইসলাম (১৫) এর সাথে বিয়ে দেয়। বিয়ের দুই দিনের মাথায় লিমনের সন্দেহ হয় তার স্ত্রী রাশেদা আক্তার অন্তঃসত্ত্বা। তারপর তাকে মেডিকেলে নিয়ে গিয়ে চেকআপ করানোর পর জানতে পারে যে তার স্ত্রীর পেটে চার মাসের বাচ্চা রয়েছে।

এদিকে ব্যাপারটি জানাজানি হলে লিমন ইসলাম তার স্ত্রীকে গত ১২ মার্চ ডিভোর্স দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। মেয়ের ডিভোর্স হওয়া এবং বাড়ি চলে আসায় বাবা-মায়ের মাথার টনক নরে যায়। তারা ধর্ষক মজিবুল ইসলামকে ওই মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে বিষয়টি প্রকাশ হয়ে যায়। এদিকে এ ঘটনার পর মজিবুল এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই উৎপল রায় জানান, ঘটনাস্থল চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শন করেছে এবং আসামি ধরার চেষ্টা চালাচ্ছেন বলে তারা জানান। তিনি আরও জানান, এ ঘটনার পর নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯/১ ধারায় ডোমার থানায় (ধর্ষণ) মামলা দায়ের করা হয়েছে।