Date: May 13, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / চিলাহাটিতে হতদরিদ্রদের মাঝে কোরবানির মাংস বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চিলাহাটিতে হতদরিদ্রদের মাঝে কোরবানির মাংস বিতরণ

June 27, 2024 02:51:14 PM   উপজেলা প্রতিনিধি
চিলাহাটিতে হতদরিদ্রদের মাঝে কোরবানির মাংস বিতরণ

নীলফামারী জেলার চিলাহাটি হাইস্কুল মাঠে হাজার হাজার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে । পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ১৮ জুন স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এ্যাডভেসমেন্ট ইন বাংলাদেশ (সওয়াব) এর সহযোগিতায় সংস্থাটির ডোমার উপজেলার আঞ্চলিক স্বেচ্ছাসেবী মোকাদ্দেস হোসেন এসব গরুর মাংস বিতরণ করেন। জানা যায়, এদিন ৩০টি গরুর কোরবানির মাংস বিতরণ করে সংস্থাটি।

বিতরণকালে উপস্থিত ছিলেন তুরস্ক থেকে আগত প্রতিনিধি ডক্টর ওমর, সংস্থাটির ডেপুটি ম্যানেজার খোরশেদ আলম, অ্যাসিস্টেন্ট ম্যানেজার সিরাজুল ইসলাম, প্রোগ্রাম অফিসার বোরহান উদ্দিন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি, ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু, চিলাহাটি আঞ্চলিক উন্নয়ন প্রস্তাবনা পরিষদের সভাপতি আহসানুল কবীর জুয়েল, কামরুল আহসান লিজন, চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি এ আই পলাশ প্রমুখ।

এ সময় গরুর মাংস পেয়ে সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় হতদরিদ্র মানুষেরা।