Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / জিএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

জিএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

April 18, 2023 01:46:21 AM   দেশজুড়ে ডেস্ক
জিএমপির গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের অভিযানে ৮টি মোবাইলসহ ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ।

এর আগে গত রবিবার জিএমপি সদর থানাধীন দক্ষিণ সালনা সাকিনস্থ জৈনক মোঃ হাজী শহীদুল্লাহ কাজীর বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকৃতরা হাজী শহীদুল্লাহ কাজীর বাসার ভাড়াটিয়া।

আটকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের তোফাজ্জল (২১), মোছাঃ এনা আক্তার (২২), মোছাঃ শিল্পী আক্তার (২৩)। এই বিষয়ে সদর থানায় মামলা করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।